বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাতক্ষীরা পৌরসভা এবং দেবহাটা উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় গত ১৮ই ডিসেম্বর, ২০২১ ইং তারিখে। শনিবার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের অর্থায়নে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং নর্দান এডুকেশন গ্রুপের মাননীয় প্রেসিডেন্ট মহোদয়, জনাব প্রফেসর ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ’র সভাপতিত্বে হুইল চেয়ার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ন কবির।

এসময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও পঙ্গুরা আমাদের বোঝা নয়, বরং এ ধরনের উদ্যোগে সমাজের বিশেষ এই মানুষগুলোর স্বাবলম্বী করতে সাহায্য করবে।

Important Links
Newsletter Signup